নগরীর হালিশহর এলাকার প্রথিতযশা ডা. মরহুম ফজলুল আমীনের তৃতীয় পুত্র ও সাবেক মন্ত্রী ডা. মো. আফছারুল আমীনের ছোটভাই কানাডা প্রবাসী মোহাম্মদ খোরশেদুল আমীন জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল স্থানীয় ক্লিনিকে দুপুর সাড়ে ১২টায় ইন্তেকাল (ইন্নালিল্লাহে…রাজেউন) করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর কাজীর দেউড়িস্থ বাসভবনের সামনে প্রথম নামাজে জানাজা এবং বাদে মাগরিব হালিশহরস্থ নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। প্রথম জানাজায় সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী ও প্যানেল মেয়র গিয়াস উদ্দিনসহ সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাজসেবক খোরশেদুল আমীনের মৃত্যুতে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি সাংসদ মোছলেম উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।