সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

| মঙ্গলবার , ১৩ আগস্ট, ২০২৪ at ৬:৪৪ পূর্বাহ্ণ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী ইউসিবির চেয়ারম্যান রুকমিলা জামানের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গতকাল সোমবার ব্যাংকগুলোকে এ নির্দেশনা পাঠিয়ে এ দম্পতির পাশাপাশি তাদের সন্তান এবং তাদের ব্যক্তি মালিকানাধীন কোম্পানির লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করতে বলা হয়েছে। আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত বিএফআইইউ এর এ বিষয়ক চিঠি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলো পেয়েছে বলে কয়েকজন কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিডিনিউজের। বিএফআইইউ এর চিঠিতে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী ও ইউসিবির চেয়ারম্যান রুকমিলা জামান, তাদের পুত্র, কন্যা এবং তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের লেনদেন প্রথম ৩০ দিনের জন্য স্থগিত করা হল।

এছাড়া তাদের পুত্র, কন্যা এবং তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেগুলোর হিসাব সংক্রান্ত তথ্য আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়।

ছাত্রজনতার তুমুল গণ আন্দোলনের মধ্যে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার তিন দিনের মাথায় এমন নির্দেশনা এল।

পূর্ববর্তী নিবন্ধআমিরাতে ৫৭ বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ
পরবর্তী নিবন্ধসাবেক তথ্যপ্রতিমন্ত্রী আরাফাতের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ