সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীসহ ৮ জনের নামে মামলা

৪১ কোটি টাকা ঘুষ

| সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:০১ পূর্বাহ্ণ

ক্ষমতার অপব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে ৪১ কোটি ৭৫ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী, ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামানসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। খবর বাংলানিউজের।

গতকাল রোববার দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গের পথ অবলম্বন করেন। অভিযোগ রয়েছে, তারা ইউসিবিএল মহাখালী শাখা, ঢাকার গ্রাহক ও ব্যবসায়ী সাইফ পাওয়ারটেক লিমিটেড ও ইইঞ্জিনিয়ারিং পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনকে ভয়ভীতি ও চাপ সৃষ্টি করে ৪১ কোটি ৭৫ লাখ টাকা উৎকোচ/ঘুষ হিসেবে গ্রহণ করেন। পরবর্তীতে এই অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে বিদেশে পাচার এবং মানিলন্ডারিং করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এতে দণ্ডবিধি ১৮৬০এর ১৬২/৪০৯/৪২০/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭এর ৫() ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২এর ৪()() ধারায় শাস্তিযোগ্য অপরাধের কথা বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ১১ ব্যবসায়ী ও ব্যাংকারের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধনগরীতে পাঁচদিন ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা