সাবেক ভিপি নুরের বিরুদ্ধে এবার কক্সবাজারে মামলা

কক্সবাজার ও রামু প্রতিনিধি | শুক্রবার , ২৩ এপ্রিল, ২০২১ at ৬:৩৫ পূর্বাহ্ণ

ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগ নিয়ে কটূক্তি করায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার কক্সবাজারে মামলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে কক্সবাজার সদর থানায় গত বুধবার রাতে মামলাটি করেন জেলা ছাত্রলীগের সহসভাপতি মঈন উদ্দিন। বাদী মঈন উদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর গত ১৪ এপ্রিল তার ফেসবুক আইডি থেকে লাইভে এসে বলেছিলেন, যারা আওয়ামী লীগ করে তারা কখনো মুসলমান হতে পারে না। তার এ বক্তব্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তার এরকম উস্কানিমূলক বক্তব্য ছাত্রলীগের একজন কর্মী হিসেবে মেনে নিতে পারছি না। তাই মামলা করেছি।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনিরুল গিয়াস জানান, সাবেক ভিপি নুর তার ফেসবুক পেইজে লাইভে এসে আওয়ামী লীগের কেউ প্রকৃত মুসলমান না- এমন মন্তব্য করার অভিযোগে মামলা হয়েছে। মামলায় এ ভিডিও যারা লাইক, কমেন্ট ও শেয়ার করেছেন তাদেরও অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে। এর আগে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে নুরের বিরুদ্ধে এ ঘটনায় মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রেমের ফাঁদে প্রতারণা দুই নারীসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড