সাবেক ব্যাংক কর্মকর্তার ৯ মামলা ৬ মাসে নিষ্পত্তির নির্দেশ

| সোমবার , ২৪ অক্টোবর, ২০২২ at ১০:৩১ পূর্বাহ্ণ

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) চট্টগ্রামের চান্দগাঁও শাখার সাবেক প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার ইফতেখারুল কবিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৯ মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। খবর বাংলানিউজের।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার ইফতেখারুল কবিরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু।

পরে খুরশীদ আলম খান জানান, ১২ কোটি ৫৪ লাখ ১৫ হাজার ৪৩৩ টাকা আত্মসাতের ঘটনায় পারস্পরিক যোগসাজশে জালিয়াতি, প্রতারণা, মিথ্যা নথি তৈরি, গ্রাহক ও ব্যাংককে মিথ্যা হিসাব বিবরণী দেওয়ার অভিযোগে ২০১৯ সালের ১৪ অক্টোবর দুদকের পাঁচ কর্মকর্তা বাদী হয়ে আট জনকে আসামি করে মোট ১১টি মামলা করেন। পরে একই বছরের ২৭ নভেম্বর গ্রেপ্তার হন ব্যাংকটির সাবেক প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার ইফতেখারুল কবির। তিনি ৯ মামলায় জামিন আবেদন করেন।

আদালত ২০২০ সালে রুল জারি করেন। ওই রুলের শুনানি শেষে রোববার রায় ঘোষণা করেন হাইকোর্ট। রায়ে মামলাগুলো ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন। আর আসামিপক্ষে জামিন আবেদনের মামলা না চালানোর কথা বললে ডিসচার্জ ফর নন প্রসিকিউশন করেন। অর্থাৎ তিনি জামিন পাননি।

খুরশীদ আলম খান আরও জানান, বিচারিক আদালতে মামলাগুলো এখন সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনিষিদ্ধ সময়ে মাছ শিকার
পরবর্তী নিবন্ধকর ব্যবস্থাপনাকে জনবান্ধব করার দাবি ক্যাবের