সাবেক বিমানবাহিনী প্রধান বীর উত্তম সুলতান মাহমুদের ইন্তেকাল

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১৫ আগস্ট, ২০২৩ at ৯:১৮ পূর্বাহ্ণ

বিমান বাহিনীর সাবেক প্রধান বীর উত্তম এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ মারা গেছেন (ইন্নালিল্লাহি..রাজেউন)। গতকাল সোমবার রাত ৮: ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সুলতান মাহমুদের ছেলে রাজিব মাহমুদ জানান, আজ (গতকাল) রাতে তাঁর মরদেহ মর্গে রাখা হচ্ছে। মঙ্গলবার পরিবারের সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী জানাজা ও দাফন হবে।

উল্লেখ্য, ১৯৪৪ সালে ছাগলনাইয়া উপজেলার নিজকুনজরা মজলিস বাড়িতে (নানা বাড়ি) জন্মগ্রহণ করেন সুলতান মাহমুদ। পৈত্রিক বাড়ি ফেনীর দাগনভূঁইয়া উপজেলায়। তাঁর বাবার নাম নূরুল হুদা এবং মায়ের নাম আঙ্কুরের নেছা। মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাঁকে বীর উত্তম খেতাব প্রদান করে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তিনি স্বাধীনতা পদক পান।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় শোক দিবসে নগরীতে নানা কর্মসূচি
পরবর্তী নিবন্ধমেখলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান