সাবেক বিচারপতি মানিকের গাড়িতে হামলা

| বৃহস্পতিবার , ৩ নভেম্বর, ২০২২ at ৫:৩৫ পূর্বাহ্ণ

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলা হয়েছে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর পল্টন এলাকায় নিজ গাড়িতে করে যাওয়ার পথে একটি মিছিল থেকে তার গাড়িতে হামলা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, পল্টন এলাকা দিয়ে নিজ গাড়িতে করে যাওয়ার সময় একটি মিছিল থেকে মানিকের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। তার সঙ্গে থাকা সরকারি গানম্যানের ওপরও হামলা করা হয়েছে। খবর বাংলানিউজের।
ডিএমপির মতিঝিল জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু জানান, এমন একটি হামলার খবর পাওয়া গেছে। সাবেক বিচারপতি মানিককে থানায় যেতে বলা হয়েছে। তিনি গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। গতকাল বুধবার নয়াপল্টনে যুবদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ওই সমাবেশে মিছিল নিয়ে নেতাকর্মীদের যোগ দিতে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের মিছিল থেকেই সাবেক বিচারপতির গাড়িতে হামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে বাস চাপায় নারী গার্মেন্টস কর্মীর মৃত্যু
পরবর্তী নিবন্ধনভেম্বরেও ঘূর্ণিঝড়ের আভাস