সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন আর নেই

| রবিবার , ১৮ অক্টোবর, ২০২০ at ৪:২২ পূর্বাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা এ কে এম মোশাররফ হোসেন মারা গেছেন। ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় তিনি মারা যান বলে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন। বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনের বয়স হয়েছিল ৮৩ বছর।
ডা. জাহিদ বলেন, এ কে এম মোশাররফ হোসেন নানা রোগে দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। এরমধ্যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। খবর বিডিনিউজের।
মোশাররফ হোসেনের দুই ছেলের একজন যুক্তরাষ্ট্র প্রবাসী। রাতেই তার মরদেহ গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায় নেওয়ার কথা। তার পরিবারের সদস্যরা জানান, আজ রোববার বাদ জোহর ময়মনসিংহ ঈদগাহ মাঠে এবং বাদ আসর মুক্তগাছা খেলার মাঠে মোশাররফ হোসেনের জানাজা হবে। এরপর মুক্তগাছায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্প এখনো যেভাবে জিততে পারেন
পরবর্তী নিবন্ধকাউখালী ও মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু