সাবেক দুদক কর্মকর্তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার, এবার বাদীর বিরুদ্ধে আদালতের মামলা

আজাদী অনলাইন | সোমবার , ৩০ অক্টোবর, ২০২৩ at ৯:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামে পুলিশ হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় এবার ওই মামলার বাদীর বিরুদ্ধে আদালত নিজেই মামলা করেছেন।

সোমবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. অলিউল্লাহ বাদী হয়ে চট্টগ্রাম প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা মামলার বাদী রনি আক্তার তানিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য পিবিআইকে নির্দেশ প্রদান করেন।

বিচার‌কের করা সেই মামলায় অ‌ভি‌যুক্তরা হ‌লেন- মামলার বাদী রনি আক্তার তানিয়া, এস. এম. আসাদুজ্জামান আসাদ, মো. জসিম ও মো. লিটন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ বলেন, দুদক কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ শহিদুল্লাহ ও মোহাম্মদ কায়সার আনোয়ারকে আসামি করে বাদী রনি আক্তার তানিয়ার দায়ের করা মামলাটি মিথ্যা বলে তা প্রত্যাহারের আবেদন করেন বাদী নিজেই। এ দরখাস্তের বিষয়ে আজ আদালতের আদেশের দিন ধার্য ছিল। আদালত মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করে মিথ্যা মামলায় দায়ে বাদী তানিয়াসহ চারজনের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধবাইডেনের ‘ভুয়া উপদেষ্টা’ আরেফী কারাগারে
পরবর্তী নিবন্ধগাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিহত ২