সাবেক দুই মন্ত্রীর ছেলে ও বোনসহ ৫ কর্মকর্তা চাকরিচ্যুত

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়

আজাদী প্রতিবেদন | বুধবার , ২ জুলাই, ২০২৫ at ৬:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সহকারী রেজিস্ট্রারসহ ৫ কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। এদের মধ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর ছেলে ও সাবেক তথ্যমন্ত্রীর বোন রয়েছেন। গত সোমবার সিএমইউর উপাচার্য ওমর ফারুক ইউসুফ স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়।

চাকরি থেকে অব্যাহতিপ্রাপ্তরা হলেন বিশ্ববিদ্যালয়টির সহকারী রেজিস্ট্রার ডা. মাহিদ বিন আমীন, উপকলেজ পরিদর্শক আইরিন সুলতানা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. হাসিনা নাসরিন, সহকারী রেজিস্ট্রার এ এম শাহাদাত হোসাইন ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবু মোহাম্মদ মাসুদ।

ডা. মাহিদ বিন আমীন আওয়ামী লীগের সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী প্রয়াত আফসারুল আমীনের ছেলে। আর আইরিন সুলতানা সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের ছোট বোন।

অব্যাহতির নোটিশে বলা হয়েছে, কর্মকর্তা নিয়োগ ও পদোন্নয়ন সংবিধি ২০২২এর ধারা ১৪এর ২৪ উপধারা অনুযায়ী চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। ১ জুলাই থেকে এ আদেশ কার্যকর হবে।

ডা. মাহিদ বিন আমীন বলেন, কোনো কারণ ছাড়াই আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমি সোমবারও চাকরি করেছি। কী কারণে অব্যাহতি দিয়েছে সেটাও জানি না।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফের মোবাইল ফোনে কল দিলে তিনি ধরেননি।

পূর্ববর্তী নিবন্ধদশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ বাংলাদেশের
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কাস্টমস কমিশনার বরখাস্ত