সাবেক ছাত্রলীগ নেতা মেহেদি হাসানের মৃত্যুবার্ষিকীতে আ.লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা

| শনিবার , ২ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুব সংগঠক মেহেদি হাসান বাদলের অষ্টম মৃত্যুবার্ষিকীতে গতকাল শুক্রবার কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, মহানগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, মহানগর আ.লীগের সদস্য মো. ঈসা, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রায়হান ইউসুফ, নগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সালাহউদ্দীন, ইউনিট আ.লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান টিটু, ফজল আমিন, তৌহিদুল ইসলাম, মাসুদ রানা মনি, ঈসমাইল হোসেন সোহেল, ইয়াসির আরাফাত বাপ্পী প্রমুখ।

কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে শোকসন্তপ্ত পরিবারের খবর নিতে মরহুমের বাসায় ছুটে যান সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন ও সাংসদ নোমান আল মাহমুদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা, বঙ্গবন্ধু ও অন্যান্য প্রবন্ধ গ্রন্থের প্রকাশনা উৎসব আজ
পরবর্তী নিবন্ধপটিয়ায় ধান ক্ষেতে পড়েছিল কৃষকের মরদেহ