চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুল ইসলাম শহীদের মাতা জাকেরা বেগম (৭৩) গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার সময় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় নিজ গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জাকেরা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক মন্ত্রী ও বাঁশখালীর সাবেক সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাক আহমদসহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।