ঢাকার ধানমন্ডি এলাকা থেকে সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। খবর বিডিনিউজের।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ওবায়দুর রহমান গ্রেপ্তারের তথ্য দিয়ে বলেন, ‘ধানমন্ডি এলাকা থেকে সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মোহাম্মদপুর থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’
সন্ধ্যায় ঢাকার বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যে এবার সাবেক ফুটবলার জয়কে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ। নেত্রকোনা ২ আসন থেকে ২০১৪ সালের সংসদ নির্বাচনে বিজয়ী জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জয় আওয়ামী লীগ সরকারের ওই মেয়াদে ক্রীড়া উপমন্ত্রীর দায়িত্বে ছিলেন। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে হেরে যান আরিফ খান জয়।












