সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

| বুধবার , ৩০ অক্টোবর, ২০২৪ at ৯:০৫ পূর্বাহ্ণ

সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৌলভীবাজার৪ আসনের ছয়বারের সাবেক এই সংসদ সদস্যকে গতকাল মঙ্গলবার রাতে ঢাকার উত্তরায় নিজ বাসা থেকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান। রাত ১টার দিকে ওসি বলেন, ‘আমরা এখনও তার বাসায় রয়েছি। তাকে গ্রেপ্তারের পর বাসায় তল্লাশি করা হচ্ছে। কোনও আলামত পাওয়া গেলে জব্দ করা হবে।’ খবর বিডিনিউজের।

আব্দুস শহীদ একাধিক মামলার আসামি, তবে সুনির্দিষ্ট কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বলেননি ওসি। আব্দুস শহীদ ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে জয়ী হন। এরপর ২০০৮ সালের নবম থেকে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চারবার মৌলভীবাজার৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে আব্দুস শহীদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ এবং ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯৩
পরবর্তী নিবন্ধসন্তোষ-রেণুবালা মেমোরিয়্যাল মেডিক্যাল ক্যাম্প ৩১ অক্টোবর