সাবেক কাউন্সিলর বারেক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৮ ডিসেম্বর, ২০২৪ at ৬:১৪ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে গুলি বর্ষণ ও হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আব্দুল বারেককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত সোমবার বিকালে নগরীর দিদার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর ও লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় হত্যাচেষ্টা ও নাশকতার তিনটি মামলা আছে বলে জানা যায়।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ আগস্ট নগরের কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকায় ছাত্রজনতার বিক্ষোভ সমাবেশে কাউন্সিলর বারেকের নেতৃত্বে হামলা করা হয়। সেই সমাবেশে পানি বিতরণের সময় হামলায় কাজী মো. সোহেল গুরুতর আহত হন। এ ঘটনায় সোহেল নগরীর কোতোয়ালী থানায় ২৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০৪০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। বারেককে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাদের কীভাবে দেশ ছাড়লেন, ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা চাইল ট্রাইব্যুনাল
পরবর্তী নিবন্ধনওফেলের বিরুদ্ধে দুদকের মামলা, স্ত্রীকে নোটিশ জারির সিদ্ধান্ত