সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের পৃথক মামলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ জানুয়ারি, ২০২৬ at ৫:৩৭ পূর্বাহ্ণ

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দক্ষিণ হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমন এবং তার স্ত্রী শাহানাজ আকতারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক। গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম১ এ মামলা দুটি দায়ের করেন একই কার্যালয়ের উপসহকারী পরিচালক আপেল মাহমুদ বিপ্লব।

মামলার এজাহারে বলা হয়, সুমন দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৮৬ লাখ ৯০ হাজার ২৩৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন। একইসঙ্গে তিনি ১৬ কোটি ৫১ লাখ ১০ হাজার ৩৫২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে অপরাধ করেছেন। এদিকে সুমনের স্ত্রী শাহানাজ আকতারের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়, শাহানাজ আকতার ২ কোটি ২ লাখ ২৬ হাজার ২৬৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। তার অর্জিত সম্পদ ও ব্যয়ের বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে মাত্র ৬৬ লাখ ৫২ হাজার টাকা। মূলত সুমনের সহায়তায় তার স্ত্রী শাহানাজ অবৈধ সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন বলেও এজাহারে বলা হয়। দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম১ এর উপপরিচালক সুবেল আহমেদ দৈনিক আজাদীকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধছুরিকাঘাতে সাবেক স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা
পরবর্তী নিবন্ধচবি ডি-ইউনিট ভর্তি পরীক্ষা কাল