নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা এ. কে. এম জাফরুল ইসলামের স্মরণসভা ও দোয়া মাহফিল নগরীর মিসকিন শাহ মাজারে গত ১৭ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল পরিচালনা করেন মিসকিন শাহ মসজিদের খতিব মাওলানা মো. মুসা। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি ডা. মো. শাহদাত হোসেন, মো. সেকান্দর, অধ্যক্ষ খোরশেদ, গাজী সিরাজ, হাজী এমরান, আব্দুল কাদের, ১৮ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর মো. তৈয়ব, সাবেক কাউন্সিলর এ. কে. এম আরিফুল ইসলাম ডিউক, ইব্রাহিম বাচ্চু, ইসমাইল বাবুল, জাফর ইকবাল, গোলজার লেদু, আইয়ুব খান, এম পারভেজ, এম এ হালিম, হাছি মিয়া, মো. আরিফ, মো. জাহাঙ্গীর, ফোরকান, মাহবু সিদ্দিক, ওয়াসিম, রাসেল, আওয়াল প্রমুখ।












