সাবেক কাউন্সিলর জসিম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ

আজাদী প্রতিবেদন | সোমবার , ৮ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

নগরীর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ জহুরুল আলম জসিমের ৩ কোটি ১৮ লাখ ৬৩ হাজার টাকা ও তার স্ত্রী তাছলিমা বেগমের ১ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পেয়েছে দুদক। এ ঘটনায় এ দম্পতির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম২ এর সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম১ এ মামলা দুটি দায়ের করেন। দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম১ এর উপপরিচালক সুবেল আহমেদ আজাদীকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

জসিমের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে জসিমকে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়। এরই প্রেক্ষিতে তিনি সম্পদ বিবরণী দাখিল করেন। দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই করলে দেখা যায়, জসিম তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৩৭৫ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। পাশাপাশি তিনি তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণভাবে ৩ কোটি ১৮ লাখ ৬৩ হাজার ৮৯২ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

জসিমের স্ত্রী তাছলিমা বেগমের বিরুদ্ধে করা মামলার এজাহারে বলা হয়, তাছমিলা বেগম তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১২ লাখ ৮৪ হাজার ৮৩০ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। পাশাপাশি তিনি তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণভাবে ১ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন।

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসী বুইশ্যার সহযোগী ইমন অস্ত্রসহ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধএকদিনেই পেঁয়াজের দাম কেজিতে কমল ৩০-৪০ টাকা