সাবেক কাউন্সিলর কাদেরসহ পাঁচজনের জামিন নামঞ্জুর

ডবলমুরিংয়ে বাবুল হত্যাকাণ্ড

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:৪৩ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিংয়ে নির্বাচনী সহিংসতায় আজগর আলী বাবুল হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক কাউন্সিলর আব্দুল কাদেরসহ পাঁচ আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত আসামিদের জামিন আবেদন শুনানি শেষে তা নামঞ্জুর করেন। এর আগে গত জানুয়ারি মাসে আসামি আব্দুল কাদেরসহ পাঁচ আসামি পৃথক জামিন আবেদন করেছিলেন। জামিন নামঞ্জুর হওয়ার অন্য চার আসামি হলেন, মিনহাজ হোসেন ফরহাদ (২০), শাহিদুল আলম প্রকাশ সাহেদ (৩৭), জাহিদুল আলম জাহিদ (২৫) ও শহিদুল ইসলাম (৩৩)।
গত ১২ জানুয়ারি ডবলমুরিং থানাধীরন পাঠানটুলী মগপুকুর পাড়ে চসিক নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় আজগর আলী বাবুল নামে এক ব্যবসায়ী। এ ঘটনায় রাতে নিহত বাবুলের ছোট ছেলে সিজাম মোহাম্মদ সেতু সাবেক কাউন্সিলর আব্দুল কাদেরসহ ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামি করে ডবলমুরিং থানায় হত্যা মামলা করেন।
ঘটনার দিনেই একটি ভবনের ভেতর থেকে আব্দুর কাদেরসহ তার সমর্থকদের অনেকেকই আটক করা হয়। পরে হত্যা মামলায় আব্দুল কাদেরসহ ১১ জনকে গ্রেপ্তার দেখানো হয়। ঘটনার পর থেকে আব্দুল কাদের কারাগারে রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধএকযোগে ৮ সার্ভেয়ারকে বদলি
পরবর্তী নিবন্ধসিএনজি টেক্সিকে ট্রাকের ধাক্কা, নিহত ৩