নগরীর খুলশী থানাধীন জালালাবাদ এলাকায় থাকা সাবেক কাউন্সিলর ওয়াসিম উদ্দিনের বাড়িতে হামলা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে যৌথবাহিনীর টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
খুলশী থানার ওসি মুজিবুর রহমান দৈনিক আজাদীকে বলেন, হামলার খবর পেয়ে আমাদের এসআই তুহিনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। জানতে চাইলে এসআই তুহিন হামলার কথা স্বীকার করে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। সেনাবাহিনীর একটি টিমও রয়েছে আমাদের সঙ্গে। ঘটনার বিষয়ে আমরা বিস্তারিত খোঁজখবর নেয়ার চেষ্টা করছি।