সাবেক এমপি লতিফের দুই দিনের রিমান্ড

আজাদী প্রতিবেদন | রবিবার , ১০ নভেম্বর, ২০২৪ at ১০:৪৩ অপরাহ্ণ

নগরীর নিউমার্কেট মোড়ে গত ৪ আগস্ট হামলায় গুরুতর আহত হয় সাইফুল ইসলাম নামের একজন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় বন্দর-পতেঙ্গার সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ রোববার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে পুলিশের পক্ষ থেকে এম এ লতিফের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার ঘটনা ঘটে। এ সময় সাইফুল ইসলামসহ অনেকে আহত হয়।

সাইফুল ইসলামকে প্রথমে চমেক হাসপাতালে এবং পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়। গত ৩০ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় মঈন উদ্দিন নামের একজন বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসি স্প্রিং সেমিস্টারে ভর্তি পরীক্ষার রেজাল্ট
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে যুবদলের অবস্থান কর্মসূচি পালন