সাংবাদিকের হাড্ডি ভাঙার হুমকি দেওয়ার অভিযোগে বাঁশখালীর সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে। দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি শফকত হোসাইন চাটগামী বাঁশখালী সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার এ মামলা দায়ের করেন।
আদালত অভিযোগ আমলে নিয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমদকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী মোশাররফ হোসাইন খাঁন মামলার বিষয়টি নিশ্চিত করেন ।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩০ জুন মোস্তাফিজুর রহমান ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে ফোন করে দৈনিক চট্টগ্রাম মঞ্চসহ অনলাইনে প্রকাশিত প্রতিবেদন নিয়ে সাংবাদিক শফকত হোসাইনকে গালিগালাজ করেন এবং তার হাড্ডি ভাঙার হুমকি দেন। যার অডিও ভাইরাল হয়। বাদীর আইনজীবী মোশাররফ হোসাইন খাঁন বলেন, শুনানি শেষে বিজ্ঞ আদালত মামলাটি গ্রহণ করে বাঁশখালী থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন জানান ।












