সাবেক এমপি বদি কারাগারে

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ আগস্ট, ২০২৪ at ১০:৫৭ পূর্বাহ্ণ

কক্সবাজার(উখিয়াটেকনাফ) আসনের বহুল আলোচিতসমালোচিত সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবদুর রহমান বদিকে টেকনাফের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার বিকেলে আবদুর রহমান বদিকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামিমুন তামজিদের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে এ আওয়ামী লীগ নেতাকে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের কড়া পাহারায় চট্টগ্রাম থেকে কক্সবাজারে এনে আদালতে তোলা হয়। এসময় আদালত প্রাঙ্গণে উৎসুক জনতা ভিড় করে। উপস্থিত জনতা বদিকে উদ্দেশ্য করে বিভিন্ন কটূক্তিমূলক স্লোগান দিতে থাকে। পরে বিকেল সাড় ৪ টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে বদিকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জিইসি মোড় এলাকা থেকে আবদুর রহমান বদিকে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, ১৮ আগস্ট জেলা বিএনপির অর্থ সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ (৫৩) আবদুর রহমান বদিসহ ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০৬০ জনকে আসামি করে হত্যাচেষ্টার অভিযোগে টেকনাফ থানায় এ মামলা দায়ের করেন। আবদুর রহমান বদি ২০০২ সালে টেকনাফ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে কঙবাজার৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি জয়ী হন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধবিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে চবি শিক্ষকের অব্যাহতি দাবি শিক্ষার্থীদের