যৌথবাহিনীর অভিযানে সাবেক এমপি আবদুর রহমান বদির ঘনিষ্ঠ সহযোগী জালাল আহম্মদ (৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার ৫ টার দিকে টেকনাফের লেঙ্গুর বিল এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার জালাল ওই এলাকার মৃত সুলতান আহম্মদের ছেলে।
গতকাল শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব–১৫ এর মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী। তিনি জানান, গোপন সংবাদ পেয়ে টেকনাফের লেঙ্গুর বিল এলাকায় নাশকতা মামলার আসামিদের গ্রেপ্তারে আভিযানিক কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় সাবেক সংসদ সদস্য ইয়াবা গডফাদার আবদুর রহমান বদির ঘনিষ্ঠ সহযোগী জালাল আহম্মদকে গ্রেপ্তার করা হয়। তথ্যমতে, গ্রেপ্তার জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মানব পাচার, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমিদখল, অর্থ আত্মসাৎসহ বেশ কয়েকটি সুনির্দিষ্ট মামলা ও শতাধিক অভিযোগ রয়েছে। সাবেক এমপি বদির মাদক ব্যবসার সাথেও জড়িত ছিল। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।