সাবেক এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক রাষ্ট্রদূত, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে নুরুল আলম চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে ফটিকছড়িতে মরহুমের গ্রামের বাড়িতে কোরান তেলাওয়াত, কবর জেয়ারত ও পুষ্পস্তবক অর্পণ।
নুরুল আলম চৌধুরী ১৯৭৩ ও ১৯৮৬ সালে দুই দফা জাতীয় সংসদের সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭৩–৭৫ সাল পর্যন্ত বাংলাদেশ চা বোর্ডের সদস্য ছিলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট চট্টগ্রামের আজীবন সদস্য ছিলেন তিনি। ১৯৯৭–২০০১ সাল পর্যন্ত রূপালী ব্যাংকের পরিচালক এবং পরে ওমানের রাষ্ট্রদূত ছিলেন। তিনি ২০১৯ সালের ২৭ জানুয়ারি মারা যান। প্রেস বিজ্ঞপ্তি।