উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক রাষ্ট্রদূত, মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে উত্তর জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ এবং নুরুল আলম চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে যথাযথ মর্যাদায় মরহুমের মৃত্যুবার্ষিকী পালনের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে ফটিকছড়িস্থ মরহুমের কবরে কোরআন তেলাওয়াত, জেয়ারত ও পুষ্পস্তবক অর্পণ। এদিকে নুরুল আলম চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।












