সাবেক এমপি নুরুল আলম চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

| শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ১০:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি, সাবেক সংসদ সদস্য ও রাষ্ট্রদূত, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা নুরুল আলম চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, মরহুম জননেতা নুরুল আলম চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

আজ সকাল ১০টায় ফটিকছড়িস্থ মরহুমের কবর জেয়ারত ও পুষ্পস্তবক অর্পণ, খতমে কোরআন, দোয়া মাহফিল আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। কর্মসূচিতে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য মরহুম জননেতা নুরুল আলম চৌধুরী স্মৃতি সংসদের আহ্বায়ক হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতুলসী আচার্য্য
পরবর্তী নিবন্ধনবীন মেলার ৫৬ বছর পূর্তি অনুষ্ঠান আজ