সাবেক এমপি নদভীর ৬ দিনের রিমান্ড

ছাত্র আন্দোলনে নগরে তিন যুবক নিহতের তিন মামলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ জানুয়ারি, ২০২৫ at ৮:১৮ পূর্বাহ্ণ

নগরীর বহদ্দারহাট ও মনসুরাবাদ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে তিন যুবক নিহতের তিনটি মামলায় সাতকানিয়ালোহাগাড়ার সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর দুদিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রোববার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তিনটি মামলায় রিমান্ড চেয়ে পৃথক দরখাস্ত দাখিল করে পুলিশ। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৮ জুলাই বহদ্দারহাটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া ও সায়মান প্রকাশ মাহিন নামে আরেকজন গুলিতে নিহত হন। এ ঘটনায় চান্দগাঁও থানায় পৃথক দুটি মামলা হয়। ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনা যেদিন বিদেশে চলে যান সেদিন অর্থাৎ ৫ আগস্ট মনসুরাবাদে গুলিতে নিহত হন মো. আলম নামে এক যুবক। তার মৃত্যুর ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের হয়।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে আবু রেজা নদভীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চট্টগ্রামে আনা হয়।

পূর্ববর্তী নিবন্ধযে ছবি কাঁদাল
পরবর্তী নিবন্ধফিউচার