সাবেক এমপি নদভীর দুদিনের রিমান্ড

ছাত্র আন্দোলনে শিবিরকর্মী নিহতের মামলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৪৪ পূর্বাহ্ণ

নগরীর মুরাদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে ছাত্রশিবিরের কর্মী ফয়সাল আহমেদ নিহতের মামলায় সাতকানিয়ালোহাগাড়ার সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রোববার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশের পক্ষ থেকে নদভীর ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই নগরীর মুরাদপুর এলাকায় গুলিতে গুরুতর আহত হন এমইএস কলেজের ছাত্র ও ছাত্রশিবিরের কর্মী ফয়সাল আহমেদ। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের হয়।

প্রসঙ্গত, গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকার উত্তরা এলাকা থেকে নদভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধসাড়ে চার ঘণ্টা পর যেভাবে উদ্ধার হয়েছিল শিশু আয়াত