জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিপুল সন্দেহজনক লেনদেনের অভিযোগে চট্টগ্রাম–৪ আসনের সাবেক এমপি দিদারুল আলম ও স্ত্রী ইসমাত আরার বিরুদ্ধে দুটি মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মামলা অনুমোদনের তথ্য দিয়েছেন সংস্থাটির উপপরিচালক মো. আকতারুল ইসলাম। খবর বিডিনিউজের।
দুদক বলছে, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ৮২ লাখ ৪৯ হাজার ৫০১ টাকার সম্পদ অর্জন করেন দিদারুল। এ ছাড়া তার ২০টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৯৪৮ কোটি ৮৮ লাখ ৮৩ হাজার ৮৩৮ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও মিলেছে। অপরদিকে ইসমাত আরার বিরুদ্ধে স্বামী দিদারুলের সহযোগিতায় অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৪৫০ টাকার সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।