কক্সবাজার–১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের ফাঁসির দাবিতে ঝাড়ু মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। এসময় স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে পেকুয়া বাজারস্থ পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ মাঠে জমায়ত হয়ে সাবেক এই সংসদ সদস্যের শাস্তির দাবিতে বিশাল মিছিল পেকুয়া চৌমুহনী চত্বরে এসে জমায়ত হয়। এ সময় পেকুয়া চৌমুহনী বিএনপির কার্যালয়ের সামনে সাবেক এ এমপির শাস্তির দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক, ডাক্তার বেলাল হায়দার, যুবদলের কামরান জাদিদ মুকুট, মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, স্বেচ্ছাসেবক দল সভাপতি আহসানউল্লাহ, ছাত্রদলের সাবেক আহবায়ক ফরহাদ হোসাইনসহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, অবৈধ ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি জাফর আলম ২০১৮ সালে নির্বাচনে রাতে ভোট কেন্দ্র দখল করে এমপি হয়ে চকরিয়া পেকুয়ার মানুষর উপর অত্যাচার চালায়। ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধ অস্ত্র বাহিনী গঠন করে নিরীহ মানুষ হত্যা, চাঁদাবাজি, দখলবাজি করে এ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। তার এসব অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান বক্তারা।