নগরীর খুলশী থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় নোয়াখালী–৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম তার রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে পুলিশের পক্ষ থেকে একরামুলের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, গত ১ অক্টোবর খুলশী এলাকা থেকে সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৬ হাজার ২০০ মার্কিন ডলার, ২ হাজার ১০০ সিঙ্গাপুরের মুদ্রা ও বাংলাদেশি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় খুলশী থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।