সাবেক এমপি আশেক উল্লাহসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ৭:০৩ পূর্বাহ্ণ

দুর্নীতির অভিযোগ থাকায় কক্সবাজার(মহেশখালীকুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। গতকাল বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেনআশেক উল্লাহর স্ত্রী সাহেদা নাসরীন, মহেশখালী পৌরসভার সাবেক পৌর মেয়র মকছুদ মিয়া ও তার স্ত্রী সর্জিনা আকতার।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন। কক্সবাজার দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এই ৪ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে অস্ত্র সরবরাহ, বিভিন্ন সরকারি প্রকল্পে লুটপাট, হোটেল দখল, টেন্ডারবাজি, ইয়াবা ব্যবসাসহ বিভিন্ন অনৈতিক উপায়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধান কার্যক্রম চলমান আছে। উল্লিখিত বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য দুই সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা আয়বহির্ভূত অর্থ ও সম্পদ গোপন করেছেন, যা নিয়ে তারা যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন। তাদের বিদেশ যাত্রা ঠেকানো না গেলে দুদকের অনুসন্ধান বিঘ্নিত হবে।

পূর্ববর্তী নিবন্ধগণহত্যার দায়ে ইসরায়েলকে বিচারের আওতায় আনুন
পরবর্তী নিবন্ধজাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেলেন খলিলুর রহমান