সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানিয়েছে সাবেক এ নির্বাচন কমিশনারের সাবেক ব্যক্তিগত সহকারী মো. এনাম উদ্দীন। তিনি জানান, নানা প্রকার গুরুতর অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত মাহবুব তালুকদারকে অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া চেষ্টা চলছে। গত ১ জুলাই থেকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খবর বাংলানিউজের। মাহবুব তালুকদারের অসুস্থতার খবর পেয়ে যুক্তরাষ্ট্র থেকে মেয়ে আফরীন মাহবুব ও কানাডা থেকে ছেলে শোভন মাহবুব এবং আমেরিকার দুটি ইউনিভার্সিটিতে পড়ুয়া তাঁর ২ নাতনী বাশঁরী আইরীন ও অপসরী আইরীন ঢাকায় এসেছেন। এনাম উদ্দীন আরও জানান, ১৬ জুলাই চেন্নাই যাওয়ার টিকিট কাটা থাকলেও মাহবুব তালুকদারের শারীরিক অবস্থা ভ্রমণের উপযোগী না হওয়ায় তা বাতিল করা হয় এবং তাঁকে বর্তমানে এয়ার অ্যাম্বুলেন্সে করে চেন্নাই নেওয়ার চেষ্টা চলছে।