সাবেক নির্বাচন কমিশনার ও সচিব, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোবারক গতকাল সোমবার নগরীর অ্যাপেলো ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। তিনি দীর্ঘদিন ক্যান্সরে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে স্ত্রী, একমাত্র মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার বাদে যোহর ওমরগণি এম ই এস কলেজ মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদে আছর দ্বিতীয় নামাজে জানাজা হাটহাজারীর ছিপাতলী আলী মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। উল্লেখ্য, মরহুম আবদুল মোবারক চট্টগ্রাম সমিতি, ঢাকার সাবেক সভাপতি ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন।