হাটহাজারীতে সদ্য সাবেক ইউএনও’র স্বাক্ষর জাল করে ঠিকাদার প্রতিষ্ঠানের ফাইল উপস্থাপন করার অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী দপ্তরের অফিস সহকারী নাজিয়া আকতারের বিরুদ্ধে। গত বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি ফাইল উপস্থাপন করার সময় ঘটনার রহস্য উন্মোচিত হয়। সূত্র জানায়, হাটহাজারী উপজেলা রাজস্ব উদ্বৃত্ত (উপজেলা উন্নয়ন) ২০২০-২১ অর্থবছরে গড়দুয়ারা ইউপি এলাকায় ৪ লাখ ৯ হাজার ৪৯৪ টাকা বরাদ্দকৃত প্রকল্প ‘মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্স’ নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠানের ফাইলে উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের স্বাক্ষর জাল করেন উপজেলা প্রকৌশলী দপ্তরের অফিস সহকারী নাজিয়া। সাবেক ইউএনও’র স্বাক্ষর জাল করে গোপনীয় শাখায় বিলের জন্য ফাইলটি উপস্থাপন করলে ওই শাখার কর্মকর্তার সন্দেহ হলে তিনি বিষয়টি তাৎক্ষণিক বর্তমান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহিদুল আলমকে জানান। বিষয়টি নিয়ে ওইদিন বিকেলেই উপজেলা প্রকৌশলী সহ ওই দপ্তরের স্টাফদের নিয়ে বর্তমান ইউএনও শাহিদুল আলম বৈঠক করেন। এ বিষয়ে অভিযুক্ত প্রকৌশলী দপ্তরের অফিস সহকারী রাজিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘদিন থাকার কারণে আমার শত্রু সৃষ্টি হয়েছে। তারাই আমার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের ঘটনার সাথে আমি জড়িত নই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, সাবেক ইউএনও’র স্বাক্ষর জাল করেছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি স্বাক্ষর জাল করার বিষয়টি প্রমাণিত হয় তবে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।