সাবিলা-পলাশের ‘অদ-ভূত’

| সোমবার , ৭ জুন, ২০২১ at ৬:১৯ পূর্বাহ্ণ

ঈদে প্রেম ও হাসির নাটকই বেশি দেখা যায়। এর বাইরে এবার আসছে ভৌতিক-হাসির নাটক। নির্মাতা কাজল আরেফিন অমি তৈরি করেছেন ‘অদ-ভূত’। যেখানে অদ্ভুত সাজে দেখা যাবে অভিনেত্রী সাবিলা নূর ও অভিনেতা জিয়াউল হক পলাশকে। গত মাসে টাঙ্গাইলের একটি জঙ্গলসহ বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে বলে জানালেন অমি। তিনি বলেন, নাটকটি দেখলে দর্শকদের ভয় লাগবে, আবার হাসিও পাবে। গল্পের শুরু হবে ভয় দিয়ে, এরপর হাসির কিছু থাকবে, আবার ভৌতিক কিছু থাকবে। তবে শেষে গিয়ে অন্যরকম একটা ব্যাপার। আমাদের দেশে এমন কাজ দেখা যায় না। ‘অদ-ভূত’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, সাবিলা নূর, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, সুমন পাটোয়ারী, পাভেল প্রমুখ। নাটকটি ইউটিউব চ্যানেল ও একটি বেসরকারি টিভিতে প্রচার হওয়া কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবহমান সময়
পরবর্তী নিবন্ধনতুন সিনেমায় সাবা