সাবস্টেশনে ক্রেন উল্টে ৪ ঘন্টা অন্ধকারে রাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ জুলাই, ২০২১ at ১২:২৩ অপরাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা সাবস্টেশনের সংস্কার কাজে আনা একটি ক্রেন উল্টে গিয়েছে। এতে পুরো রাঙ্গুনিয়ায় দুই দফায় একযোগে ৫ ঘন্টা ধরে অন্ধকারে ছিল। গতকাল বুধবার বিকাল ৩টায় এই ঘটনা ঘটে। পরে চট্টগ্রাম নগরী থেকে অন্য একটি ক্রেন এনে রাত ১০টার দিকে দুর্ঘটনা কবলিত ক্রেনটি উদ্ধার করা হয় এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করা হয়। জানা যায়, পাওয়ার ট্রান্সফরমার খোলার সময় দুর্ঘটনা কবলিত ক্রেনটি উদ্ধার চালানোর ফলে এদিন দুপুর ৩টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এবং রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। এতে পুরো রাঙ্গুনিয়া ৪ ঘন্টা ধরে বিদ্যুৎবিহীন ছিল। পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম জুয়েল দাশ জানান, সম্প্রতি গোচরা সাবস্টেশনের একটি পাওয়ার ট্রান্সফরমারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এটি খুলে নিয়ে ঢাকায় পাঠানোর জন্য একটি ক্রেন আনা হয়েছিল। বুধবার বিকালে ক্রেনটি দিয়ে পাওয়ার ট্রান্সফরমারটি খোলার সময় ক্রেনটি উল্টে গিয়ে অন্য একটি ট্রান্সফরমারে গিয়ে পড়ে৷ এটি সংস্কার করার জন্য বিকালে এবং রাতে দুই দফায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহাকাশে মানুষ বহনের অনুমতি
পরবর্তী নিবন্ধনগর মৎস্যজীবী লীগের খাবার বিতরণ