প্রথমবার মেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে ১৩ থেকে ২৫ জানুয়ারি। এই টুর্নামেন্টে বাংলাদেশ ইতিবাচক ফল করতে চাইছে। শুক্রবার ঢাকা ছাড়ার আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক সাবিনা খাতুন থাইল্যান্ডের ব্যাংককে ভালো ফল করার দিকে দৃষ্টি দিয়েছেন। মেয়েদের এই আসরেও সাতটি দেশ অংশ নিচ্ছে। বাংলাদেশ ছাড়া অংশ নিতে যাওয়া ৬টি দেশ হল–ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। এরপর ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং সবশেষ মালদ্বীপের বিপক্ষে খেলবে সাবিনারা।
দলে অভিজ্ঞতার ঘাটতি থাকলেও, দুটি উইমেন’স সাফ জয়ী অধিনায়ক সাবিনা খাতুন ফুটসাল নিয়ে শোনান আশার কথা। কোচ সাইদ খোদারাহমি অবশ্য বড় স্বপ্ন দেখাচ্ছেন না। থাইল্যান্ডে শুরু হতে যাওয়া ফুটসাল চ্যাম্পিয়নশিপ নিয়ে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে এই ইরানি কোচ বরং গত দেড় মাস ধরে ফুটবলারদের ফুটসাল শেখাতে গিয়ে গলদঘর্ম দশা হওয়ার কথাই তুলে ধরেন।











