সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াচ্ছে আজ বাংলাদেশের প্রথম লক্ষ্য সেমিফাইনাল

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২১ জুন, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ১৪ তম আসর শুরু হচ্ছে আজ। ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে কুয়েত এবং নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে শুর হবে এবারের আসর। প্রথম দিনে আরো একটি ম্যাচ রয়েছে। যেটিতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। এবারের সাফ চ্যাম্পিয়নশিপে দক্ষিণ এশিয়ার বাইরের দুই দেশ কুয়েত এব লেবানন অংশ নিচ্ছে। মোট আটটি দল অংশ নিচ্ছে এবারের সাফ চ্যাম্পিয়নশিপে। যাদের মধ্যে ‘এ’ গ্রুপে রয়েছে কুয়েত, নেপাল, পাকিস্তান এবং স্বাগতিক ভারত। ‘বি’ গ্রুপে রয়েছে লেবানন, মালদ্বীপ, ভুটান এবং বাংলাদেশ। এই আসরে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটি খেলতে নামবে আগামীকাল বিকেল সাড়ে তিনটায়। যেখানে তাদের প্রতিপক্ষ লেবানন। এবারের আসরে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল খেলা। ২০০৯ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে সবশেষ সেরা চারে খেলেছিল বাংলাদেশ। এরপর টানা পাঁচবার হতাশা সঙ্গী করে গ্রুপ কিংবা প্রথম পর্বেই শেষ হয়েছে ২০০৩ সালের চ্যাম্পিয়নদের যাত্রা। এবার সেরা চারে খেলার আশায় বুক বেঁধেছে হাভিয়ের কাবরেরার দল। টুর্নামেন্ট শুরুর আগে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে নিজ দলের লক্ষ্যের কথা জানালেন বাংলাদেশের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। তবে তা পূরণে পথটা যে মোটেও সহজ নয় তা ভালোভাবেই জানেন কাবরেরা। তিনি বলেন আমাদের দলের সবাই খেলতে চায়। সবাই শুরুর একাদশে থাকতে চায়। আমার মতে এই গ্রুপে লড়াইটা খুব খুব কঠিন। দলের সবাই সেমিফাইনালে কোয়ালিফাই করতে চায়। আরও সামনের দিকে যেতে চায়। আমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ। কারণ বিগত পাঁচ আসর ধরে সেমিফাইনালে যেতে পারছি না আমরা । আমরা সেরাটা দিয়ে চেষ্টা করছি এবং সেমিতে যাওয়ার জন্য যথাযথ পরিকল্পনা অনুসরণ করছি। বিশেষ আমন্ত্রণে অতিথি দল হিসেবে সাফ খেলতে আসা লেবানন র‌্যাঙ্কিং বিবেচনায় এবারের আসরের সবচেয়ে শক্তিশালী দল। এছাড়া সদ্য সমাপ্ত কন্টিনেন্টাল কাপের ফাইনাল খেলে এসেছে তারা। তাই স্বাভাবিকভাবেই ম্যাচ প্রস্তুতির কমতি নেই দলটির। তাদের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফে যাত্রা শুরুর আগে নিজেদের নিয়েই বেশি ভাবতে চান বাংলাদেশ কোচ। আমাদের জন্য মূল বিষয় হলো, নিজেদের ওপর মনোযোগ দেওয়া। বিশেষ করে দুই সপ্তাহের যে প্রস্তুতি আমরা নিয়েছি। লেবাননও বেশ কিছু ম্যাচ খেলে এসেছে। যা তাদেরকে প্রথম ম্যাচের জন্য ভালোভাবেই প্রস্তুত করেছে। আমাদের জন্য এটি নিশ্চিতভাবেই খুব কঠিন লড়াই হতে চলেছে। তবে আমরা প্রস্তুত। গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ ভুটান ও মালদ্বীপ। আগামী সপ্তাহে রোববার মালদ্বীপ ও বুধবার ভুটানের মুখোমুখি হবে জামাল ভুইয়ারা ।

পূর্ববর্তী নিবন্ধকার অপেক্ষায় ৮০ বছরের বৃদ্ধ হলেন শাকিব খান?
পরবর্তী নিবন্ধকামিন্সের শেষের বীরত্বে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়