সাফ জয়ী ফুটবলার রূপনার ঘর নির্মাণ কাজ শুরু

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ৪ নভেম্বর, ২০২২ at ৬:১৮ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ঘর পেতে যাচ্ছেন সাফ জয়ী নারী গোলরক্ষক রূপনা চাকমা। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান। এসময় রূপনা চাকমার মা কালাসোনা চাকমা উপস্থিত ছিলেন। নির্বাহী কর্মকর্তা বলেন, অনুমোদিত ড্রয়িং ও বাজেট অনুযায়ী রূপনা চাকমার ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হল। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী আবদুল মাজিদ বলেন, ঘরের কাজ আগামী দুই মাসের মধ্যেই সম্পন্ন করা হবে। ঘরটি নির্মাণে ব্যয় হচ্ছে ১০ লাখ ৬৭ হাজার ৪৫৫ টাকা।
উল্লেখ্য, পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া দাম এলাকার মেয়ে ‘নারী সাফ চ্যাম্পিয়ন’ দলের শ্রেষ্ঠ গোলরক্ষক রূপনা চাকমা। জন্মের আগে মারা যায় তার বাবা গাছামনি চাকমা। বাবার দেখা না পেলেও মায়ের উৎসাহ ও নিজ প্রচেষ্টায় চলে আসেন এ পর্যন্ত। তার খেলা ও অর্জন দেখে গ্রামের মানুষও বেশ উচ্ছ্বসিত। মেয়েদের এমন অর্জনকে উৎসাহিত করতে রূপনাসহ পার্বত্য জেলার পাঁচ মেয়েকে দৈনিক আজাদীর পক্ষ থেকে দেয়া হয় গণসংবর্ধনা। পরবর্তীতে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রূপনার জরাজীর্ণ বাড়ির ছবি ভাইরাল হলে প্রধানমন্ত্রী নির্দেশ দেন একটি নতুন বাড়ি করে দেয়ার।

পূর্ববর্তী নিবন্ধঅলি আহমদ বীর বিক্রম কলেজে এইচএসসি সংবর্ধনা
পরবর্তী নিবন্ধআকবরশাহে শিশুকে ধর্ষণ, রিকশাচালক গ্রেপ্তার