সাফ জয়ী নারী ফুটবল দলের জন্য দেড় কোটি টাকা পুরস্কার বাফুফের

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১০ নভেম্বর, ২০২৪ at ৪:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর এটিই কমিটির প্রথম সভা। সভায় নারী সাফ জয়ী দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাফুফে ভবনে নির্বাচিত কমিটির প্রথম এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গণমাধ্যমকে মিডিয়া কমিটির চেয়ারম্যান ও বাফুফে সদস্য আমিরুল ইসলাম বাবু জানান সাবিনামনিকাদের পুরস্কৃত করার সিদ্ধান্ত। তিনি জানান,‘অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কমিটির পক্ষ থেকে সাফজয়ী মেয়েদেরকে দেড় কোটি টাকা বোনাস দেওয়া হবে। এটাই প্রথম সিদ্ধান্ত হয়েছে।’ গত ৩০ অক্টোবর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২১ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখে বাংলাদেশ। শিরোপা নিয়ে দেশে ফেরা দলকে এক কোটি টাকা পুরস্কার এরই মধ্যে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। নিজেদের ফেডারেশন বাফুফে এবার দিল বড় পুরস্কারের ঘোষণা। দুই বছর আগে একই ভেন্যুতে নেপালকে ৩১ গোলে হারিয়ে প্রথম নারী সাফের শিরোপা বাংলাদেশ জিতেছিল কোচ গোলাম রব্বানী ছোটনের হাত ধরে। এবার মেয়েরা মুকুট ধরে রাখে ইংলিশ কোচ পিটার জেমস বাটলারের কোচিংয়ে। এদিকে নতুন কমিটির দায়িত্বও গতকাল বন্টন করা হয়েছে। এর মধ্যে বাফুফের নব নির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল নিয়েছেন অর্থ কমিটি এবং জাতীয় দল কমিটির দায়িত্ব। শুধু মাত্র এই দুই কমিটি চার বছরের জন্য গঠন করা হয়েছে। বাকি কমিটির মেয়াদ এক বছর করে থাকবে, এমনটাই জানিয়েছেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। বাকি কমিটির কাজের ওপর ভিত্তি করে তাদের দায়িত্বের মেয়াদ নির্ধারণ করা হবে। বাফুফের নতুন সাব কমিটি: অর্থ কমিটির চেয়ারম্যান: তাবিথ আউয়াল। পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান: ইমরুল হাসান। ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান: নাসের শাহরিয়ার জাহেদী। জাতীয় দল কমিটির চেয়ারম্যান: তাবিথ আউয়াল। নারী উইংয়ের চেয়ারম্যান: মাহফুজা আক্তার কিরণ। মার্কেটিং কমিটির চেয়ারম্যান: ফাহাদ করিম। ঢাকা মেট্রোপলিটন লিগ কমিটি চেয়ারম্যান: সাব্বির আহমেদ আরিফ। পাইওনিয়ার লিগ কমিটি চেয়ারম্যান: টিপু সুলতান। স্কুল ফুটবল কমিটি চেয়ারম্যান (৬৪ জেলায়,২ ভাগে ২ জন দায়িত্বে): গোলাম গাউস ও বিজন বড়ুয়া। অনূর্ধ্ব১৫ ন্যাশনাল কাপ কমিটির চেয়ারম্যান: মঞ্জুরুল করিম। অনূর্ধ্ব১৭ টুর্নামেন্ট টিম কমিটির চেয়ারম্যান: ছাইদ হাছান কানন। জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) কমিটির চেয়ারম্যান: ইকবাল হোসেন। টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান: কামরুল হাসান হিল্টন। এদিকে ২১ জনের বাফুফে নির্বাহী কমিটিতে গত ২৬ অক্টোবরের নির্বাচনে ২০ জন নির্বাচিত হয়েছিল। ১৫তম সদস্য পদে সাবেক জাতীয় ফুটবলার সাইফুল ইসলাম মনি ও চুয়াডাঙ্গা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এখলাস উদ্দিন সমান ভোট পান। সেই সমতা ভাঙার জন্য ৩০ নভেম্বর সদস্য পদে ভোট আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। গতকাল নির্বাহী কমিটির সভা শেষে বাফুফে সদস্য ও নতুন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘৩০ নভেম্বর সদস্য পদের পুনঃনির্বাচনের তারিখ নির্ধারণ হয়েছে। বাফুফে ভবনে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।’ ১৩৩ জন ভোটারের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একজন সদস্য নির্বাচিত হবেন।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সূচি ঘোষণা
পরবর্তী নিবন্ধএপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক সাধারণ সভা