সাফ জয়ী নারী ফুটবলারদের ২০ লাখ টাকা পুরস্কার দেবে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১ নভেম্বর, ২০২৪ at ১১:২০ পূর্বাহ্ণ

পরপর দুইবার সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে রেকর্ড গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। গত বুধবার নেপালের রাজধানী কাঠমন্ডুর রাজা দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। তাদের এই সাফল্যে সারা দেশের ফুটবল প্রেমীরা উল্লসিত। দেশের এই কঠিন সময়ে নারী ফুটবলারদের এই সাফল্যে আনন্দিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এবং তার পর্ষদও। তাইতো নারী ফুটবলারদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করারও ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। গতকাল বৃহষ্পতিবার বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান মেয়েদের এই সাফল্যে আমরাও সারা দেশের মানুষের মত আনন্দিত। আমরা এই নারী ফুটবলারদের বিশেষ পুরস্কার প্রদান করব। তবে পুরস্কারের পরিমান কত হবে সেটা তখন জানাতে চাননি বোর্ড সভাপতি। বলেছেন বেশ ভাল এবং হ্যান্ডসাম পুরস্কার দেওয়া হবে দেশের জন্য এতবড় সম্মান বয়ে আনা মেয়েদের। এদিকে সন্ধ্যায় পুরস্কারের সে অর্থ ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক বিজ্ঞপ্তির মাধ্যমে সফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখা নারী ফুটবলারদের ২০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করে বিসিবি।

পূর্ববর্তী নিবন্ধঅধিনায়ক হিসেবে মিরাজই কি তাহলে পছন্দ বোর্ডের
পরবর্তী নিবন্ধআফগানিস্তান সিরিজে থাকছেন না সাকিব