সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) এর তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য ছয় জাতির আঞ্চলিক যুব ফুটবল আসর সাফ (অনুর্ধ–২০) চ্যাম্পিয়নশীপের ম্যাচ পরিচালনার জন্য নেপাল যাচ্ছেন ফিফা রেফারী বাঁশখালীর সন্তান বিটুরাজ বড়ুয়া। তিনি গতকাল ১৬ আগষ্ট নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। টুর্নামেন্টে স্বাগতিক নেপাল বাংলাদেশ, ভারত, ভুটান, শ্রীলংকা, মালদ্বীপ অংশ নিচ্ছে। বাংলাদেশ থেকে ফিফা রেফারী বিটুরাজ বড়ুয়ার সাথে নেপাল যাচ্ছেন সহকারী রেফারী নুরুজ্জামান। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার উত্তর জলদী গ্রামের সন্তান বিটুরাজ বড়ুয়ার ঝুলিতে পাকিস্তান বনাম নেপাল এবং বাংলাদেশ বনাম সিসিলেস এর আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। বিটুরাজ বড়ুয়া ২০১০ সালে বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশনের তত্ত্বাবধানে রেফারিং কোর্স সম্পন্ন করার পর আর পিছনে ফিরে থাকাতে হয়নি। এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি–তে রেফারীজ কোর্স সহ সফলতার সাথে প্রথম শ্রেণী ও জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়। ২০২০ সালে প্রথমবার ফিফা পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে অদ্যাবদি ফিফা ব্যাচ ধারণ করছেন। জাতীয় রেফারী হওয়ার পর থেকে বাংলাদেশের শীর্ষ লীগে দক্ষতা ও সুনামের সাথে খেলা পরিচালনা করে আসছে। আগামী ২৮ আগষ্ট সাফ (অনূর্ধ্ব–২০) চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলা শেষে দেশে ফেরার কথা রয়েছে। বিটুরাজ বড়ুয়া বলেন, আমার এই পর্যায়ে আসার পেছনে অনেকের অনুপ্রেরণা, সহযোগীতা পেয়েছি। সকলের কাছে আমি কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া/আশীর্বাদ করবেন আমি যাতে দেশের সুনাম বয়ে আনতে পারি।