গতবার সাফ অনূর্ধ্ব–২০ ছেলেদের ফুটবলে ফাইনালে খেলেছিল বাংলাদেশ। এবারও অন্তত সেই পুনরাবৃত্তি চাইছে লাল সবুজ দল। এমনকি শিরোপা জেতার স্বপ্নও দেখছে তারা। কাঠমান্ডুতে তিন দিন ধরে অনুশীলন করে আসল লড়াইয়ে নামার অপেক্ষায় শ্রাবণ–রাহুলরা। আজ কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বিকাল সোয়া ৩টায় বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। দলটিতে সিনিয়র দলের দুই জন খেলছেন। একজন হলেন গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ ও অন্যজন ফরোয়ার্ড রাহুল। তাদের সঙ্গে নিয়ে প্রথম ম্যাচ জিতে এগিয়ে যেতে চাইছে মারুফুল হকের দল। এ লক্ষ্যে দুই সপ্তাহের বেশি সময় ধরে অনুশীলন করেছে দল। ম্যাচের আগে বাংলাদেশ দলের কোচ মারুফুল হক আশাবাদী কথা শুনিয়েছেন, ‘আমি আগেই বলেছি, আমরা ফাইনালে খেলতে চাই। চ্যাম্পিয়ন হতে চাই। এছাড়া গতবার আমরা এই টুর্নামেন্টের ফাইনালে খেলেছি। এবারও সেই লক্ষ্যে আছি। দুই সপ্তাহ ধরে খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করে যাচ্ছে। ওদের মধ্যে ভালো কিছু করার তাড়না দেখতে পাচ্ছি।’ প্রতিপক্ষ শ্রীলংকা প্রথম ম্যাচে স্বাগতিক নেপালের কাছে ১–০ গোলে হেরেছে। তবে লঙ্কানদের হালকাভাবে নিচ্ছেন না কোচ, ‘আমরা শ্রীলংকার প্রথম ম্যাচ দেখেছি। দেখে তাদের শক্তি–দুর্বলতা নিয়ে কাজ করেছি। আমাদের গেম প্ল্যান কী হবে, তা ইতোমধ্যে খেলোয়াড়দের সঙ্গে ভাগাভাগি করেছি। প্রথম ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ। আমাদের ফাইনাল বা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য। তাই প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চাই।’ অধিনায়ক শ্রাবণও কোচের মতোই আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, ‘সবাই চায় প্রথম ম্যাচ জিতে এগিয়ে যেতে। আমাদের কাছে সবার প্রত্যাশাও রয়েছে। প্রথম ম্যাচ জিততে পারলে লক্ষ্য পূরণে ৫০ ভাগ এগিয়ে যেতে পারবো। আর প্রতিপক্ষকে হালকা করে দেখছি না। শ্রীলংকা ভালো দল। তবে আমরা যার যার জায়গা থেকে কোচের নির্দেশনা অনুযায়ী সেরাটা দিতে পারলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারবো।’