আট দলের সাফ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপ থেকে দুই সেমি–ফাইনালিস্ট নিশ্চিত হয়ে গেছে এক ম্যাচ বাকি থাকতেই। বেঙ্গালুরুতে শনিবার দিনের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪–০ গোলে উড়িয়ে দেয় কুয়েত। পরের ম্যাচে নেপালকে ২–০ গোলে হারায় ভারত। এ জয়ে কুয়েত এবং ভারত সেমিফাইনালে উঠলো। দুই ম্যাচে শতভাগ সাফল্যে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে কুয়েত। তাদের সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। নেপাল ও পাকিস্তান হেরেছে তাদের প্রথম দুই ম্যাচেই। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে এই ধাপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও কুয়েত।