সাফের সভাপতি নির্বাচন করতে পারবেন সালাউদ্দিন

| শনিবার , ৫ এপ্রিল, ২০২৫ at ১১:২২ পূর্বাহ্ণ

২০২২ সালে চতুর্থবারের মতো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হয়েছিলেন কাজী মো. সালাউদ্দিন। চার বছর মেয়াদের এই কমিটির পরবর্তী নির্বাচন ২০২৬ সালে। বাফুফের সাবেক সভাপতি ও কিংবদন্তী ফুটবলার কাজী মো. সালাউদ্দিনের পঞ্চমবারের মতো নির্বাচনে বাধা হয়ে দাঁড়িয়েছিল তার বয়স। সাফের গঠনতন্ত্রে নির্বাচনে বয়সের সীমা ছিল ৭০ বছর। ২০২৬ সালে কাজী সালাউদ্দিনের বয়স হবে ৭২ বছর। চাইলেই তিনি নির্বাচন করতে পারতেন না। তবে কিছুদিন আগে থেকেই শোনা গিয়েছিল গঠনতন্ত্র থেকে বয়সের এই সীমা তুলে নিতে যাচ্ছে সাফ। করা হবে গঠনতন্ত্র সংশোধন। গতকাল শুক্রবার শ্রীলংকার রাজধানী কলম্বোয় হয়েছে সাফের বিশেষ সাধারণ সভা। কাজী মো. সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় গঠনতন্ত্রের ধারা ৩১.৫ বাতিল করা হয়েছে। যে ধারায় নির্বাচনের বয়সের সীমারেখা টানা ছিল। কাজী মো. সালাউদ্দিন যদি পঞ্চমবারের মতো সাফের সভাপতি নির্বাচন করতে চান এবং বাফুফে তাকে সভাপতি প্রার্থী হিসেবে নির্বাচনে মনোনয়ন দেয় তাহলে তিনি ভোটে দাঁড়াতে পারবেন। আগের চারবারই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন। বিশেষ সাধারণ সভায় এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা উপস্থিত ছিলেন। তিনি এ অঞ্চলের ফুটবল উন্নয়নে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়ে বলেছেন, ফুটবলের অব্যাহত বিকাশের জন্য শক্তিশালী এবং স্থিতিশীল নেতৃত্ব অপরিহার্য। আমি বিশ্বাস করি এই কংগ্রেস এমন সিদ্ধান্ত নেবে যা এই অঞ্চলে ফুটবলের ভবিষ্যতের জন্য সর্বোত্তম হবে।

পূর্ববর্তী নিবন্ধশিউবিয়ান ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধমেসির খোঁজ নিতে যুক্তরাষ্ট্রে স্কালোনি