সাফের ট্রফি নিয়ে দেশে ফিরল বাংলাদেশের যুবারা

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৩০ আগস্ট, ২০২৪ at ৫:৩৫ পূর্বাহ্ণ

নেপালের মাটিতে তাদেরকে হারিয়েই সাফ অনূর্ধ্ব২০ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গত বুধবার শিরোপা জয়ের পর গতকাল দেশে ফিরেছে বাংলাদেশের যুবারা। ফ্লাইট জটিলতার কারণে ফিরতে কিছুটা বিলম্ব হয়েছে তাদের। দুপুরে দেশে পৌঁছানোর কথা থাকলেও ফ্লাইট জটিলতায় তারা পৌঁছেছে বিকেলে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে ট্রফি নিয়ে ঢাকায় পৌঁছেছে যুবা ফুটবলাররা। তাদের বরণ করে নিতে বিমান বন্দরে উপস্থিত হয়েছিলেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, আমের খান, জাকির হোসেন চৌধুরী এবং মিডিয়া এঙিকিউটিভ খালিদ মাহমুদ নওমী। এছাড়া বাফুফে ভবনেও তাদের সংবর্ধনা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে গত বুধবার শিরোপা জয়ের পরপরই অনূর্ধ্ব২০ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল সন্ধ্যায় চ্যাম্পিয়ন দলের সকলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। উল্লেখ্য নেপালের মাটিতে নেপালকে ৪১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ যুব দল। বয়সভিত্তিক ফুটবলের এই ক্যাটাগরিতে এর আগে আর কখনো শিরোপা জিতেনি লালসবুজের প্রতিনিধিরা। এর আগে তিনবার ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। তবে চতুর্থবার এসেই কাঙ্খিত শিরোপার স্বাদ গ্রহণ করল মারুফুল হকের শিষ্যরা।

এদিকে অনূর্ধ্ব২০ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশের ফুটবলারদের সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তীকালীন সরকার। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে যমুনার গেটে সাংবাদিকদের ব্রিফ করেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেখানেই তিনি জানিয়েছেন, অনূর্ধ্ব২০ সাফ চ্যাম্পিয়নশিপজয়ী দলকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাফজয়ীদের আর্থিক পুরস্কার বন্যার্তদের দেয়ার অনুরোধ
পরবর্তী নিবন্ধনিজের ভবিষ্যৎ নিয়ে বিসিবিতে কথা বলতে চান হাথুরুসিংহে