চলতি বছর বিসিবির লাল বলের চুক্তিতে নেই মাহমুদউল্লাহ। তবে চুক্তিতে না থাকলেও রোববার ২৭ জনকে নিয়ে শুরু হওয়া ক্যাম্পে আছেন তিনি। গত দুই মাস ধরে ব্যক্তিগত অনুশীলন করলেও এদিনই দলীয় অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। প্রথম দিনের অনুশীলন শেষে দারুণ তৃপ্ত ক্রিকেটাররা। সবার হয়ে মাহমুদউল্লাই যেন বলে দিলেন একসঙ্গে অনুশীলনে উপভোগের মন্ত্রটাই তাদের সাফল্যের সন্ধান দেবে, ‘আমরা ব্যাটিং করছি ৪-৫ সপ্তাহ হলো। ব্যক্তিগতভাবে অনেক কাজ করার ছিল, সেগুলো করেছি। ব্যাটিং কোচের সাথে কথা হয়েছিল, সে নির্দেশনা অনুসারে কী কী কাজ করা দরকার ছিল বোলিং মেশিনে সেসব করেছি। এখন সতীর্থদের সঙ্গে কাজ করছি, ঐক্যবদ্ধ হয়ে কাজ করা হচ্ছে। সতীর্থরাও বেশ উৎফুল্ল এবং আমিও। কারণ দিনশেষে এটা একটা দলীয় খেলা, দলের সবার সাথে মিলে অনুশীলনটা যদি উপভোগ করা যায়, তাহলে ওটা আরও বেশি কার্যকর হবে নিজের এবং সতীর্থদের জন্য।’ লকডাউনের কঠিন সময়টার কথা মনে করে মাহমুদউল্লাহ বলেছেন, ‘অনেকদিন পর আমরা আজ মিরপুরে দলবদ্ধ অনুশীলন শুরু করলাম ভালো লাগছে। লকডাউনের সময়টা খুবই কঠিন ছিল, কারণ দল থেকে দূরে, অনুশীলন থেকে দূরে ছিলাম। কিন্তু বাসায় করতে পেরেছি রানিং বা জিমের কাজগুলো। স্কিলের কাজগুলো করতে পারছিলাম না।’