আত্নপ্রতিষ্ঠার স্বপ্ন পূরণ করতে পারাই হচ্ছে সফলতা। সফলতা হচ্ছে এমনই এক বস্তু যা আপনাকে অনাবিল সুখ ও আনন্দ এনে দেয়। তবে অনেকের ধারণা জীবনে যে কোন প্রকারে অর্থ-বিত্ত, প্রভাব-প্রতিপত্তি এক কথায় সম্পদশালী হওয়াটাই সফল মানুষ বা সাফল্য লাভের মাপকাঠি। এ ধরনের সাফল্য লাভের বাসনা মানুষকে আত্নকেন্দ্রিকতা বা স্বার্থপরতার বেড়াজালে আবদ্ধ করে রাখে। ভুলে যায় মানুষ নিজের শেকড় বা অস্তিত্ব। আলগা হতে থাকে সম্পর্কের বাঁধন। ফলে একে একে বিচ্ছিন্ন হতে থাকে পরিবার, বন্ধু -স্বজন ও সমাজ থেকে। একটা সময়ে তথাকথিত সফলতার দেখা পেলেও গড়ে ওঠে মায়া-মমতা, স্নেহশূন্য বন্ধনহীন এক জীবন। তাই ভালো বন্ধু, ভালো জীবনসঙ্গী কিংবা সন্তানদের যে যার মত করে থাকার বেদনার অনুভূতি আজ অসংখ্য জনের। এমন সফল মানুষের বুকে কান পাতলেই হয়ত শোনা যাবে অব্যক্ত কষ্ট, বোবা কান্না আর জীবনকে নতুন করে ফিরে পাবার আকুল প্রার্থনা!